বিহারে ফের মদ পানে মৃত্যুমিছিল মৃত ১৬


editor প্রকাশের সময় : ১৫/০৪/২০২৩, ১০:৪০ অপরাহ্ণ /
বিহারে ফের মদ পানে মৃত্যুমিছিল মৃত ১৬

 

আশঙ্কাজনক ৪৮ সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) মদমুক্ত বিহারে ফের বিষমদে মৃত্যুমিছিল! এবার মতিহারি জেলার একাধিক গ্রামে বিষমদ খেয়ে মোট ১৬ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। গুরুতর অসুস্থ ৪৮ জনকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। উল্লেখ্য,২০১৬ সালে বিহারে মদ নিষিদ্ধ হয়েছিল। এরপর একাধিক ঘটনায় বিষমদ পান করে মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের। ফের একই ধরনের ঘটনা সামনে এল। সূত্রে প্রকাশ, মতিহারি জেলার পাহাড়পুর, লক্ষীপুর, হরসিদ্ধি সহ একাধিক গ্রামে বিষমদ পান করে অসুস্থ হন অসংখ্য মানুষ। জায়গাগুলি বিহারের রাজধানী পটনা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। শুক্রবার লক্ষীপুরে বিষমদ খেয়ে অসুস্থ হওয়ার ঘটনা সামনে আসে। এরপর ওই এলাকা সহ একাধিক গ্রাম থেকে মৃত্যু ও অসুস্থ হওয়ার ঘটনা সামনে আসে। শনিবার পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অসুস্থ ৪৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা সবচেয়ে বেশি তুরকাউলিয়া গ্রামে। সেখানে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হরসিদ্ধিতে ৩ জন এবং পাহাড়পুরে ২জনের মৃত্যু হয়েছে বলে সূত্রে প্রকাশ। ম‍‍ৃতের আত্মীয়স্বজনদের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠে চাষের কাজে গিয়েছিলেন স্থানীয় কৃষকরা। কাজ শেষে অন্ধকার মাঠেই মদের আসর বসে। অনেক রাত পর্যন্ত চলে সেই আসর। সকাল হতেই একের পর একব্যক্তির অসুস্থতার খবর সামনে আসে। অধিকাংশের পেটে ব্যথা এবং বমি শুরু হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে প্রেরণ করা হয়। একে একে মৃত্যু হয় ১৬ জনের। এদিকে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এই ঘটনার পর বিশেষ কমিটি গঠন করেছে। ওই কমিটিতে রয়েছেন উচ্চপদস্থ ৫ জন পুলিশ আধিকারিক। কমিটির কর্মকর্তারা ইতিমধ্যে গ্রামগুলিতে পৌঁছেছে বলেও জানা যায়। অন্যদিকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নিশানা করে ইতিমধ্যেই তির ছুঁড়তে শুরু করেছেন বিরোধীরা।