জনপ্রিয় কন্ঠশিল্পী মাজেদুর মানিকের শুভ জন্মদিন


editor প্রকাশের সময় : ০১/০৪/২০২৩, ৮:১১ অপরাহ্ণ /
জনপ্রিয় কন্ঠশিল্পী মাজেদুর মানিকের শুভ জন্মদিন

সম্রাট আকবরঃ পাওয়ার ভয়েস খ্যাত ও মায়া লাগেরে গানের কন্ঠশিল্পী মাজেদুর মানিক ১লা এপ্রিল ২০২৩সালে ৩৪ বছরে এ পা দিলো। ১৯৮৯ সালের এই দিনে রাজশাহী জেলার বাগমারা থানার কসবা গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে জনপ্রিয় এই কন্ঠশিল্পী।তার পিতার নাম আব্দুস সাত্তার। সঙ্গীত চর্চার পাশাপাশি মানিক একজন মানুষ গড়ার করিগর। মাজেদুর মানিক নারায়ণগঞ্জের আড়াইহাজারের নজরুল ইসলাম বাবু কলেজের প্রভাষক। একান্ত আলাপচারিতায় মাজেদুর মানিক জানায় ছোটবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন তিনি । তারই ধারাবাহিকতায় রাজশাহীর ভবানীগঞ্জের আব্দুর রহমান, ওস্তাদ কাজী সুলতান মাহমুদ মন্টুর নিকট হাতে খড়ি। ২০১৬ সালে ‘মন ভালো নেই’ শিরোনামে তার প্রথম মৌলিক গানের এলবাম প্রকাশ পায়। এ পর্যন্ত তার গাওয়া ২৫টি মৌলিক গান প্রকাশিত হয়েছে। তিনি মাসুম,মহিদুল হাসান মন,গোলাম রব্বানী, কাজল শেখ,এড. গোলাম রসূল,হেলাল, রায়হান আলীর মতো স্বনামধন্য গীতিকার ও সুরকারের সহচার্য পেয়েছেন। তার গাওয়া ‘মায়া লাগেরে ‘ গানটি ইতিমধ্যে দর্শক শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া পেয়েছে। এ ছাড়াও তার গাওয়া আরো অনেক জনপ্রিয় গান রয়েছে। ইতিমধ্যে তার অনেক গান দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে। মাজেদুর মানিক বলেন দর্শক শ্রোতারাই আমার প্রাণ। তাদের অনুপ্রেরণায় আজ আমি এই পর্যন্ত এসেছি। তাই আমার ৩৪তম জন্মবার্ষিকীতে সকল দর্শক শ্রোতাদের নিকট দেয়া ও ভালোবাসা কামনা করছি। যতদিন বাঁচবো দর্শক শ্রোতাদের মনে ভালো কাজের মাধ্যমে বেঁচে থাকতে চাই।