জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


editor প্রকাশের সময় : ২০/০৪/২০২৩, ১১:৫৫ অপরাহ্ণ /
জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 জাকির হোসেন, রাজশাহী :

 

মুক্তিযুদ্ধের স্বপক্ষের তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের প্রাণের সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা’র রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে, “পবিত্র মাহে রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯এপ্রিল বুধবার রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো: নুরে ইসলাম মিলনের সভাপতিত্বে ও আইন বিষয়ক সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সংস্থার রাজশাহী বিভাগের সভাপতি মো: নুরে ইসলাম মিলন বলেন,আমরা সাংবাদিক! আমাদের সম্মান ও মর্যাদা রক্ষার্থে আমাদের প্রকৃতভাবে কাজ করে যেতে হবে! কোন অপসংবাদিকতার স্থান জাতীয় সাংবাদিক সংস্থায় হবে না বলে ব্যাক্ত করেন।প্রধান আলোচক হিসেবে দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকা ও গ্রীন সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ রানা বলেন, সাংবাদিকতা করতে হলে সাংবাদিকতার উপর প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে শুধু সাংবাদিক নামধারী হলে হবে না সংবাদ লেখা জানতে হবে, এবং প্রকৃত ঘটনাও উদঘাটন করে তারপর সঠিক তথ্য দানের মাধ্যমে সমাজের সঠিক চিত্র তুলে ধরতে হবে তাহলে একজন সাংবাদিকের সাংবাদিকতার সার্থকতা আসবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো: নুরুজ্জামান টুকু বলেন, সাংবাদিকদের কলমের ক্ষমতা আছে। ওই ক্ষমতা ভালো কাজের জন্য। তাই সাধারণ মানুষ সাংবাদিকদের বিশ্বাস করে। সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করলে মানুষ বিশ্বাস করবে না।সাংবাদিকদের সত্য প্রকাশ এমনভাবে করতে হবে, যেন তা বস্তুনিষ্ঠতার বাইরে না যায়। অপসাংবাদিকতা প্রতিরোধে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সহ-দফতর সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, অনেক সাংবাদিক জীবন দিয়েছেন এ পেশার পবিত্রতা রক্ষা করতে গিয়ে। আমিও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। সুতরাং অপসাংবাদিকতার কোনো স্থান সাংবাদিকতায় নেই। অপসাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রেজা খান । উক্ত দোয়া মাহফিলে উপস্থিতি সকল ব্যক্তিগণের মৃত স্বজনদের পরিবারের এবং জড়িতদের রোগ মুক্তিসহ ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য বিশেষ দোয়া করা হয়।এসময় সংবাদ ২৪ঘন্টা অনলাইনের চেয়ারম্যন ফাহমিদা আফরিণ, দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকার সম্পাদক আবুল হাসনাত আমি,সিনিয়র সাংবাদিক ফারুক হোসেন,জ্যামি রহমান,জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সম্পাদক নাঈম হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক রাশেল সরকার,দপ্তর সম্পাদক সুরুজ আলী,সহ-দফতর সম্পাদক গোলাম রশুল রওনক,প্রচার সম্পাদক আজগর আলী সাগর,সাংস্কিৃতিক বিষয়ক সম্পাদক সারোয়ার সবুজ,নির্বাহী সদস্য আলেক উদ্দিন দেওয়ান,রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ,সাপ্তাহিক জাতীয় পত্রিকা তথ্য বাণীর রাজশাহী প্রতিনিধি জাকির হোসেন,ঝর্ণা খাতুন,মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া খাতুন, ও দূর্গাপুর উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন,সাধারণ সম্পাদ রাশেদ,সাংবাদিক মিমুল,ওমর আলী, মুকুল, বিপুলসহ বিভিন্ন জেলা উপজেলা ও রাজশাহী মহানগরী থেকে আগত বিভিন্ন মিডিয়াতে কর্মরত সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।