গলাচিপায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ০৭দফা দাবিতে মশাল মিছিল


editor প্রকাশের সময় : ২৪/০২/২০২৩, ৯:৪৩ অপরাহ্ণ /
গলাচিপায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ০৭দফা দাবিতে মশাল মিছিল

মোঃমাজহারুল ইসলাম মলি গলাচিপা (পটুয়াখালী) থেকে: বর্তমান সরকারের গত নির্বাচনের ইশতেহারে সকল ধর্মের সমান সুযোগ সুবিধা ও সংবিধানের অধিকার প্রতিষ্ঠায়, হিন্দু- বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার হিন্দু -বৌদ্ধ- খ্রিস্টান পরিষদের নবগঠিত কমিটি, শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির থেকে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, একই স্থানে শেষ করে। পরে কেন্দ্রীয় কালীবাড়ির সামনে পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সরদার মু. শাহ আলম, জেলা পরিষদের সদস্য আওয়ামীলীগ নেতা মোঃ মাইনুল ইসলাম রনো, প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হাসান মিলটন। উক্ত মিছিলের নেতৃত্বে ছিলেন, বিশিষ্ট সাংবাদিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও হিন্দু-বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের উপজেলা সভাপতি বাবু শংকরলাল দাস। এছাড়াও উপস্থিত ছিলেন, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমীর কৃষ্ণ পাল, বিশিষ্ট ব্যবসায়ী গোপালচন্দ্র সাহা, শ্যামল কর্মকার, অশোক চন্দ্র বালা, পৌর কমিটির আহ্বায়ক গোপাল ও সদস্য সচিব সঞ্জয় পাল সহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের যুবকেরা অংশগ্রহণ করে। থানা পুলিশ নিরাপত্তার জন্য মশাল মিছিলের সামনে পিছনে দায়িত্ব পালন করে।এছাড়াও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।