এসরকার শুধু দুর্নীতিবাজই নয়, অমানবিকও বটে : এনডিপি


editor প্রকাশের সময় : ২৯/০৪/২০২৪, ১১:২৪ অপরাহ্ণ /
এসরকার শুধু দুর্নীতিবাজই নয়, অমানবিকও বটে : এনডিপি

তীব্র তাপদাহে জনজীবন যখন দুর্বিসহ তখন সরকারের শিক্ষামন্ত্রনালয় কোমলমতি শিক্ষার্থিদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর মধ্য দিয়ে প্রশান করছে এসরকার শুধু দুর্নীতিবাজই নয়, অমানবিকও বটে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা। সোমবার (২৯ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, তীব্র তাপদাহে পুড়ছে দেশ। দিনদিন তাপমাত্রার পারদ ওপরের দিকে উঠছে। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে সরকার কোমলমতি শিশুদের কষ্টের মধ্যে ঠেলে দিয়ে কি অর্জন করতে চাচ্ছে। এনডিপি চেয়ারম্যান বলেন, তীব্র গরমে শিশুরা অস্থির হয়ে যাচ্ছে, কখন তারা বাসায় যাবে। বারবার পানি খেতে চাচ্ছে। ভয়াবহ অবস্থার মধ্যে সময় পার করছে শিক্ষার্থি ও অভিভাবকরা। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সরকার শুধু দেশের দুর্নীতিবাজ, আইন লঙ্ঘনকারীদের স্বার্থ রক্ষা করতে ব্যাস্তই নয়, বরং অমানবিকতার সর্বোচ্চ পরিচয় দিচ্ছে। তিনি আরো বলেন, সারাদেশে বইছে তীব্র তাপপ্রবাহ। পরিস্থিতি বিবেচনায় আবহাওয়া অধিদপ্তর জারি করেছে ‘হিট অ্যালার্ট’। হিট অ্যালার্টের মধ্যেই রোববার থেকে সারাদেশে স্কুল-কলেজ-মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছেন। গনগনে সূর্যতাপে পিচ গলা সড়ক পাড়ি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে কিছুটা স্বস্তি খোঁজার চেষ্টা করলেও তাতে বরং উল্টো ফল মিলছে। বিশেষ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে গড়ে ওঠা প্রাইভেট স্কুল-কলেজগুলোর বদ্ধ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের দম বন্ধ হওয়ার যোগাড় হচ্ছে। এর মধ্যেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য হাস্যকর ও নীতিবিবর্জিত। জনগনের ভোটের প্রয়োজন হয় না বলেই তারা জনগনের পক্ষের সিদ্ধান্ত গ্রহন করতে চায় না। তাদের কথাবার্তা ও কাজকর্মই বার বার প্রমানিত হয় বিনাভোটের সরকারের জনগনের প্রতি কোন দায়বদ্ধতা নাই।