ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের পক্ষ থেকে বৃত্তি ও পুরস্কার বিতরণ


editor প্রকাশের সময় : ২৭/০৪/২০২৪, ১০:৪০ অপরাহ্ণ /
ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের পক্ষ থেকে বৃত্তি ও পুরস্কার বিতরণ

 মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ক্যাম্পাসের লেকচার থিয়েটার হল রুমে ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র কর্তৃক আয়োজিত বৃত্তি প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল রোজ শনিবার বিকাল ৩টা থেকে অনুষ্ঠানটি শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি, মাননীয় মন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া। জনাব মোহাম্মদ শাখাওয়াত হোসেন বিপিএম, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া। প্রফেসর এ. এস. এম রফিকুল্লাহ, অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ। আরো উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোহাম্মদ হামজা মাহমুদ, উপাধ্যক্ষ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সভাপতি ও সদস্যবৃন্দ ও কৃতি শিক্ষার্থী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতের মাননীয় অতিথিগণকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।