কুমিল্লার হোমনায় প্রবাসীর বাড়িতে চুরি


editor প্রকাশের সময় : ২০/০৩/২০২৩, ৯:২৬ অপরাহ্ণ /
কুমিল্লার হোমনায় প্রবাসীর বাড়িতে চুরি

 মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টার: কুমিল্লা হোমনার কাশীপুর সরকার বাড়ি পশ্চিমপাড়া প্রবাসী সোহাগ মিয়ার বাড়ি থেকে স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি হয়েছে। গত রবিবার (১৯ মার্চ) রাতে ঘরের দরজা ও জানালা ভেঙে ঘরের ভিতর থাকা সুটকেস ও ডয়ার ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। জানাগেছে, প্রবাসী সোহাগ মিয়ার স্ত্রী গত শুক্রবার ১৭ই মার্চ সে তার বাপের বাড়ি যান। যাওয়ার সময় ঘর তালা দিয়ে তার শাশুড়ীর কাছে চাবি দিয়ে গেছেন। চুরির ঘটনার সকাল বেলায় তার শাশুড়ী ফোন দিয়ে জানান তার ঘরের দরজা ভাংগা ও ঘরের ভেড়ার টিন কাটা। সোহাগ মিয়ার স্ত্রী জাকিয়া জানান, আমি খবর পেয়ে এসে দেখি আমার সুটকেস ও ডয়ার ভাংগা ভিতরে থাকা সব কিছু এলোমেলো হয়ে নিচে পরে রয়েছে। পরে দেখি ভিতরে থাকা আমার নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। সে বলেন কেউ তার সাথে শুত্রুতা করে তার ঘর থেকে চুরি করে নিয়ে গেছে। সোহাগ মিয়ার মা বলেন, আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ছেলের ঘরের দরজা ভাংগা ও ঘরের ভেড়ার টিন কাটা। আমি সাথে সাথে আমার ছেলের স্ত্রী ও আমার ছেলেকে কল দিয়ে জানিয়েছি। তিনি বলেন সুটকেস এর ভিতরে আমারও টাকা ছিলো সেগুলোও চুরি করে নিয়ে গেছে। এইটা চুরি ঘটনা বলে তিনি জানিয়েছেন। সোহাগ মিয়ার স্ত্রী জাকিয়া বিষয়টি ভাষানিয়া ইউপি চেয়ারম্যান জনাব ছাদেক সরকার কে জানালে ইউপি চেয়ারম্যান ছাদেক সরকার বলেন হ্যাঁ আমি শুনেছি চুরি হয়েছে তা শুনে আমি সকালে গিয়ে দেখে এসেছি। আমি দেখেছি ঘরের ভেড়ার টিন কাটা ও দরজা ভাংগা। ঘরের ভিতরে থাকা সুটকেস ও ডয়ার ভাংগা সব কিছু এলোমেলো হয়ে নিচে পরে রয়েছে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়েছে তা শুনেছি।