গলাচিপায় প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত


editor প্রকাশের সময় : ২৫/০২/২০২৩, ১১:৫১ অপরাহ্ণ /
গলাচিপায় প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

 মোঃমাজহারুল ইসলাম মলি গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি: পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচনে বর্তমান শেখ হাসিনা সরকার নিজ উদ্যোগে তৃণমূল ও গ্রামগঞ্জে কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নানাবিধ রাষ্ট্রীয় প্রণোদনা দিয়ে প্রাণী সম্পদকে অগ্রসরতার লক্ষ্যে, গলাচিপা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের বর্ণাঢ্য আয়োজনে, প্রাণী সম্পদ মাঠে বিশটি স্টলে কৃষক খামারিদের গরু- মহিষ, ছাগল -ভেড়া, হাঁস- মুরগি ইত্যাদি প্রাণীর এক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গলাচিপা উপজেলা চেয়ারম্যান মু. শাহিন। সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা ভেটেনারী সার্জন ও ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ অফিসার, ডা. সজল দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাহবুব হাসান শিবলী ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন। উদ্বোধন শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ মেলার বিভিন্ন স্টল ঘুরে উন্নত জাতের গাভী, গরু, ছাগল, ভেড়া, হাঁস ,মুরগি ইত্যাদি পরিদর্শন করে ,খামারিদের শুভেচ্ছা জানান। এছাড়াও প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মু.শাহিন বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকার দেশের প্রান্তিক কৃষক, খামারি, মৎস্য চাষী, পল্লী উন্নয়নে অধিক বরাদ্দ দিয়ে যে দৃষ্টান্ত রেখে যাচ্ছেন, তা কোন সরকার দেশের মানুষের অর্থনৈতিক কল্যাণে কাজ করেনি। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সুধীরা অংশ নেয়। উল্লেখ্য সরকারের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)এর আওতায় সারাদেশে এই প্রকল্পে ৪ হাজার ৫শত কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে সূত্রে জানা যায়।