শেরপুর বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


editor প্রকাশের সময় : ০৩/০৪/২০২৩, ১১:৪৪ অপরাহ্ণ /
শেরপুর বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার, শেরপুরে ৩ এপ্রিল বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩০ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে আসন্ন বাংলা নববর্ষ শান্তিপূর্ণভাবে উদযাপনে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে উপস্থিত সকলকে অবগত করেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর মহোদয়। জনাব সাহেলা আক্তার, জেলা প্রশাসক, শেরপুর মহোদয়ের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচীর বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।