নোয়াখালী জেলা প্রশাসনের বর্ণীল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত


editor প্রকাশের সময় : ১৬/০৪/২০২৪, ১১:৩৯ অপরাহ্ণ /
নোয়াখালী জেলা প্রশাসনের বর্ণীল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী : নোয়াখালী জেলা প্রশাসনের বর্ণীল আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপিত হয়। রোববার ( ১৪ এপ্রিল ) সারা দেশের মত নোয়াখালী জেলাও ছিল বাংলা নববর্ষের আনন্দে মাতোয়ারা। জেলা প্রশাসনের আয়োজনে সারাদিন ছিল নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ উদযাপিত হয়েছে। সকাল ৮ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর বেলা ৯ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ হতে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম, ভুলুয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু জাফর মুহাম্মদ হারুন, নোয়াখালী জেলার সকল সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। বর্ণীল আনন্দ শোভাযাত্রাটি নোয়াখালী জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। এসময় স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীসহ সকল প্রগতিশীল সংগঠন ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রাটি এক জনসমুদ্রে পরিণত হয়েছে। এরপর জেলা প্রশাসক শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এক বর্ণীল লোকজ মেলা উদ্বোধন করেন এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এর পাশাপাশি জেলার সকল উপজেলা প্রশাসনের আয়োজনে অনুরূপ আনন্দ শোভাযাত্রা সহ বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।