শ্রীবরদীতে ভিক্ষুকদের মাঝে ছাগল ও মাছের ব্যবসার উপকরণ বিতরণ 


editor প্রকাশের সময় : ১০/০৩/২০২৩, ১০:২২ পূর্বাহ্ণ /
শ্রীবরদীতে ভিক্ষুকদের মাঝে ছাগল ও মাছের ব্যবসার উপকরণ বিতরণ 

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচিতে সম্পৃক্তকরণের লক্ষে শেরপুরের শ্রীবরদীতে ৭ জন ভিক্ষুকের মাঝে ছাগল ও মাছের ব্যবসার উপকরণ বিতরণ করা হয়েছে। ৯ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে ৭ জন ভিক্ষুককে পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্দেশ্যে ছাগল ও মাছের ব্যবসার উপকরণ বিতরণ করেন শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার। উপজেলা সমাজসেবা বিভাগের পক্ষ থেকে এসব সামগ্রী ভিক্ষুকদের মাঝে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো ইফতেখার ইউনুছের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষুকদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল বাকিউল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো কামরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা,সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, গণমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।