রমজান মাস উপলক্ষে নারায়ণগঞ্জ ফতুল্লা ইউনিয়নের ৪ ওয়ার্ডের মেম্বার কাজী মঈন উদ্দীন যা বললেন 


editor প্রকাশের সময় : ১২/০৪/২০২৩, ৪:৩১ অপরাহ্ণ /
রমজান মাস উপলক্ষে নারায়ণগঞ্জ ফতুল্লা ইউনিয়নের ৪ ওয়ার্ডের মেম্বার কাজী মঈন উদ্দীন যা বললেন 

স্টাফ রিপোর্টার ( জিহাদ হোসেন ) 

 

 

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা ইউনিয়নের ৪ ওয়ার্ড এর স্বনামধন্য বর্তমান মেম্বার ঘরে-বাইরে সকলের প্রিয় ও আস্থাভাজন ব্যাক্তিত্ব সমাজ সেবক এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ণের এক ত্যাগী নেতা কাজী মঈন উদ্দীন। তিনি তার প্রিয় সমাজকে অবহেলিত ও অভাবগ্রস্থ থেকে মুক্তি দিতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন বলে সমাজের অভিমত।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাার স্মার্ট বাংলাদেশ গড়ার বিষয়ে তার পদক্ষেপ জানতে চাওয়া হলে তিনি যা বলেন- পবিত্র রমজান উপলক্ষে আমি চাচ্ছি আমার এলাকাবাসী সহ সারা বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মুসলমানরা ভালো থাকুক সুস্থ থাকুক এবং পবিত্র রমজান মাসকে উপভোগ করুক এবং সিয়াম সাধনার মাধ্যমে গরীবের যে একটা কষ্ট, না খাওয়ার যে একটা কষ্ট,খাবার না পাওয়ার যে একটা কষ্ট রমজানের মাধ্যমে যেনো তা উপলব্ধি করতে পারে এবং সংযমের মাধ্যমে তারা নিজেকে যেনো আত্মশুদ্ধির সুযোগ পায়,নিজেকে যেনো সুন্দর ভাবে গড়ে তুলতে পারেন।এবং রমজান মাসে আমি মনে করি এর মাধ্যমে তারা পবিত্রতা রক্ষা করে নিজের গুনাগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে সে তার নেকির মাধ্যমে জান্নাত পাওয়ার সুযোগ গ্রহণ করে।আমি সবার মঙ্গল কামনা করছি এবং সু স্বাস্থ্য কামনা করছি।পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন যাতে মানুষের কিছুটা দুঃখ কষ্টের লাঘব হয়।মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আমাদের সারা বাংলাদেশের ইউনিয়নের তৃণমূল পর্যায়ের মাধ্যমে ধর্ম বর্ণ দলমত সকলের জন্য একটা সু ব্যবস্থা নিয়েছেন।উনি আমাদের সুবিধার্থে টিসিবি সারাদেশব্যাপী সিটি কর্পোরেশন,ইউনিয়ন পরিষদ, পৌরসভায় টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে স্বল্প মূল্যে মানুষকে দ্রব্য সামগ্রী যেমন কয়েকটি পণ্য আছে যেমন নিত্য প্রয়োজনীয় ডাল চিনি তেল ছোলার মতো পণ্য গুলো কিনে যাতে স্বল্প আয়ের পরিবারগুলো উপকৃত হহে পারে যা এক একটি পরিবারকে দেওয়ার ব্যবস্থা করছেন।যার মাধ্যমে এই সুবিধা আমাদের ইউনিয়নে পড়েছে।এবং আমরা আমাদের ইউনিয়নের চারহাজার পরিবারকে দেওয়ার সৌভাগ্য হয়েছে।এখানে আমাদের জন গোষ্ঠী অনেক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের ফতুল্লা ইউনিয়নে প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজার ভোটার।আমার ওয়ার্ডে ২১ হাজার ভোটার।এই একুশ হাজার পরিবারতো পাবে না।আমার এখানে কোটা ভিত্তিক আবার আমি তিনশ পেয়েছিলাম তিনশ জনকে দিয়েছিলাম যারা কার্ডগুলো পেয়েছে তারা আগামী দু একদিনের ভিতরে পণ্য গুলো পাবে।মহামান্য সরকার চাচ্ছে পণ্য গুলো দুবার দেওয়ার জন্য।এই পণ্যটা পেলে হয়তো তারা কিছটা উপকৃত হবে অল্প মূল্যে কিনতে পারলে যে দ্রব্য মূল্যের উর্ধগতি এ থেকে অনেকটা পরিত্রাণ পাবে।আমি সর্বপরি আমার এলাকাবাসীর জন্য এবং আমি সারা দেশবাসীকে জন্য দোয়া করি তারা সুন্দর মতো পবিত্র ঈদুল ফিতর উদযাপন করুক রমজান শেষে।সবার সুস্বাস্থ্য কামনা করছি।আমি সবাইকে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।সবাই ভালো খাকুন সুস্থ থাকুন।