নোয়াখালীর সূবর্ণচরে এক গরু ব্যবসায়ী নিহত


editor প্রকাশের সময় : ১০/০৩/২০২৩, ৬:১৯ অপরাহ্ণ /
নোয়াখালীর সূবর্ণচরে এক গরু ব্যবসায়ী নিহত

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী নোয়াখালীর সূবর্ণচরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত মো: দিদার উল আলম (২১) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের মাইন উদ্দিন বেপারীর ছেলে। শুক্রবার (১০ মার্চ) দুপুর ১২ টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত ৬ মার্চ রাত ৮ টার সময় উপজেলার ছমিরহাট থেকে আসার পথে মোহাম্মদপুর ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে গুরুত্বর জখম করে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মার্চ রাতে গরু বিক্রি করে ছমির হাট বাজার থেকে আসার পথে গরু ব্যবসায়ী দিদার কে এক দল ছিনতাইকারী ছুরিকাঘাত করে তার সাথে থাকা সকল টাকা নিয়ে যায়। পরে ঘটনাস্থলে স্থানীয় একজন অটো রিকসা চালক তাকে আহত অবস্থায় দেখতে পেয়ে ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু হয়। চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। পুলিশ বিষয় টি খতিয়ে দেখছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।