বকশীগঞ্জে মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি


editor প্রকাশের সময় : ০২/০৪/২০২৩, ১১:২৫ অপরাহ্ণ /
বকশীগঞ্জে মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি

 নিজস্ব সংবাদদাতা। জামালপুর বকশীগঞ্জে মারামারি মামলার আসামিরা জামিন নিয়েই বাদীকে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগে থানায় অভিযোগ করা হয়েছে। মামলা তুলে নিতে এসব হুমকি দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, বকশীগঞ্জের উত্তর সারমারা এলাকার রাজা মিয়ার ছেলে রেজাউল হক একই এলাকার মমতাজ আলীর ছেলে আফসার আলী, খাজা মিয়া,রাজা মিয়া, মৃত মজিবুর রহমানের ছেলে এরশাদ আলী ও তার ছেলে রিমন মিয়ার বিরুদ্ধে একটি মামলা করেন। দন্ডবিধির ১৪৩/৪৪৭/৪২৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬/১৪৪ ধারায় গত ৮ মার্চ বকশীগঞ্জ থানায় মামলাটি করেন। যার নং-৭। পরে আসামিরা আদালতে আতœসমর্পণ করে জামিন পায়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, আদালত থেকে জামিন পেয়েই মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি প্রদান করে। গত ১৯ মার্চ সকাল ১০ টার দিকে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়ীর সামনে গিয়ে হুমকি দেয় যে, মামলা তুলে না নিলে সপরিবারে খুন করে লাশ গুম করে দিবে । আসামিরা সন্ত্রাসী প্রকৃতির লোক হওয়ায় বাদী ও তার পরিবার ভয়ে কোন কথা বলেনি। এঘটনার পর থেকেই বাদীর নিজস্ব মোদি দোকান খুলতে দিচ্ছেনা বিবাদী,ও তার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। তাই জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হুমকি দাতাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।