তিতাসে গৃহ ও জমি হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং


editor প্রকাশের সময় : ২১/০৩/২০২৩, ৯:৫৭ অপরাহ্ণ /
তিতাসে গৃহ ও জমি হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং
মোঃ জুয়েল রানা,তিতাস প্রতিনিধি।
  1. কুমিল্লার তিতাসে তৃতীয় ও চতুর্থ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(২১ মার্চ)সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এ প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ।এ সময় তিনি বলেন,আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী সারা দেশে একযোগে ৩য় ও ৪র্থ পর্যায়ের ঘরগুলো উপকারভোগী পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান,আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় এ পর্যন্ত মোট ২৩৭টি পরিবারকে গৃহহীন ও ভূমিহীন চিহ্নিত করা হয়।এরমধ্যে প্রথম পর্যায়ে ৩০টি,২য় পর্যায়ে ২২টি,৩য় পর্যায়ে ৬৯টি গৃহ নির্মাণের মাধ্যমে এ পর্যন্ত ১২১টি ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।এবং অবশিষ্ট ৩য় পর্যায়ে ৪৭টি ও ৪র্থ পর্যায়ে ৩৭টিসহ মোট ৮৪টি ঘরের উদ্বোধনের প্রস্তুতি নেয়া হয়েছে।এসময় সাংবাদিক ছাড়াও আরো উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আশিক উর রহমান, উপজেলা কৃষি অফিসার নিগার সুলতানা, প্রানী সম্পদ কর্মকর্তা ডা.দেলোয়ার হোসেন ছামি,সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান,প্রকৌশলী মো: শহিদুল্লা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম,সাবরেজিস্টার মোহাম্মদ মোমেন মিয়া,শিক্ষা অফিসার লায়লা পারভিন ভানু,মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী মাহমুদ হাসান,যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগম প্রমুখ।