চিরিরবন্দরে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৮তম জন্মতিথি ও ধর্ম সভা অনুষ্ঠিত


editor প্রকাশের সময় : ০৬/০৩/২০২৩, ৩:৪০ অপরাহ্ণ /
চিরিরবন্দরে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৮তম জন্মতিথি ও ধর্ম সভা অনুষ্ঠিত

পি কে রায়,নিজস্ব প্রতিবেদক।

দিনাজপুরের চিরিরবন্দরে নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৮তম জন্মতিথি ও ধর্ম সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে সোমবার (৬রা মার্চ) চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের তালপুকুর গ্রামের রামকৃষ্ণ সেবা আশ্রম চত্বরে শ্রী শ্রী রামকৃষ্ণের “জীবন ও আদর্শের’ ওপর আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় দিনাজপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎস্বামী বিভাত্মানন্দজী মহারাজের সভাপতিত্বে আলোচক হিসেবে তত্ত্বনিয়ে কথা বলেন , নীরেন্দ্র নাথ রায় শিক্ষক (অবঃ) খেড়কাটি উচ্চ বিদ্যালয় ও গীতা রাণী রায়, সম্পাদিকা, সারদা সংঘ, খোচনা।সম্মানিত অতিথি ও বিশেষ আলোচক হিসাবে কথা বলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী শ্রীমৎস্বামী সমানন্দজী।এ সময় তিনি বলেন অহিংসা পরম ধর্ম, তাই ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব যুগে যুগে এই ধরাধামে এসেছেন তার আবির্ভাব মানুষের কল্যাণের লক্ষ্যে মুক্তির বাণী নিয়ে। কাজেই সবাইকে ধর্মের প্রতি আনুগত্য প্রকাশ এবং ধর্মীয় বিধি বিধান রীতিনীতি মেনে অসাম্প্রদায়িকতার চেতনা বুকে ধারন করে সম্প্রীতির মাধ্যমে সকল ধর্মের মানুষের মাঝে ভাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ করে চলার আহ্বান জানান তিনি।এ ছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ভিয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নরেন্দ্র নাথ রায়, ভিয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাপষ কুমার রায় সানু।উক্ত অনুষ্ঠানে মানিক চন্দ্র রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন তালপুকুর রামকৃষ্ণ সেবা আশ্রমের সভাপতি তুলশী চন্দ্র রায়।এর আগে সকাল ৭.৩০ মিনিটে বিশেষ পূজা ও ৯.০০ মিনিটে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করেন শহর রানী রায় সারদা সংঘ তালপুকুর।এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা.নবীন চন্দ্র রায়, সুরেন্দ্র নাথ রায়, বিশ্বনাথ রায়, ইউপি মহিলা সদস্য উষা রাণী রায়, ইউপি সদস্য লোকনাথ রায়, সপ্তম রায়, গহেশ্বর রায়সহ তালপুকুর রামকৃষ্ণ সেবা আশ্রমের সকল ভক্তবৃন্দ।আলোচনা সভার আগে ও রামকৃষ্ণ শরনম সংঘের বিশিষ্ট শিল্পী দয়াল চন্দ্র রায় সংগীত পরিবেশন করেন।