অসহায় দুস্থ ও কঠিন রোগে আক্রান্ত মানুষের পাশে ‘তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাব’


editor প্রকাশের সময় : ২৪/০৪/২০২৩, ৯:২১ অপরাহ্ণ /
অসহায় দুস্থ ও কঠিন রোগে আক্রান্ত মানুষের পাশে ‘তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাব’

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

 

এসো মানবতার টানে, অসহায়দের পাশে’- এ স্লোগানকে ধারণ করে ২০২০ সালে কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর গ্রামে একদল তরুণ মেধাবী যুবক প্রতিষ্ঠিত করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাব’। সংগঠনটির প্রতিষ্ঠাতা রুবেল আহমেদ খান রাজ পরিচালিত বর্তমানে এই সংগঠনটি ইতোমধ্যে পুরো উপজেলাজুড়ে ছড়িয়ে পড়েছে। সংগঠনটি মূলত অসহায় দরিদ্রদের চিকিৎসা, খাদ্য ও বাসস্থান নিশ্চিতে পাশে দাঁড়ানো। ইতোমধ্যে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অনেক দরিদ্র রোগীর পাশেও আর্থিক সাহায্য দিয়ে দাঁড়িয়েছেন সংগঠনটি। তারই ধারাবাহিকতায় সোমবার (২৪ এপ্রিল) উপজেলার মাছিমপুর গ্রামের কিডনি ও মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত দুইজনসহ তিন অসহায় দরিদ্র পরিবারের হাতে ৪০ হাজার টাকা তুলে দেন সংগঠনটির সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা রুবেল আহমেদ খান, পৃষ্ঠপোষক এমআই টিপু, ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম সওদাগর, সহ-সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক চান বাদশা মোল্লা, মো: সিপন, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন ও মো: রিপন, মহাসিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।