পবায় জাতীয় বীমা দিবস উদযাপন


editor প্রকাশের সময় : ০২/০৩/২০২৩, ১২:০৮ অপরাহ্ণ /
পবায় জাতীয় বীমা দিবস উদযাপন

ঝর্ণা খাতুন, রাজশাহী: “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ ” এই প্রতিপাদ্যে রাজশাহীর পবায় জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য  র‌্যালী বের হয়।বুধবার (১ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা।সহকারি প্রোগ্রামার শহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সুব্রত কুমার, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর রেহেনা আকতার, সহকারি প্রোগ্রামার (ইউআইটিআরসিই) ইসমোতারা খাতুন, তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) জিনিয়া শারমিন, উপজেলা পাট উন্নয়ন অফিসার গোলাম মোস্তফা, একাডেমিক সুপারভাইজার আয়েশা নাজনীন, সিন্দুর কুসুম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম রঞ্জু, নওহাটা উচ্চ বালিকা  বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান ও সেলিমুর রহমান, বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময় বীমা উন্নয়ন ও বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং বীমার গুরুত্ব তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিথিবৃন্দ।