মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা


editor প্রকাশের সময় : ২১/০২/২০২৩, ৯:০৩ পূর্বাহ্ণ /
মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

মোঃ‌লিটন মাহমুদ মুন্সীগঞ্জ।

মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে। ঠিক ১২ টা ১ মিনিটে জেলা প্রশাসনের পুস্পস্তবক অর্পন করা হয়। এরপরই নানা প্রতিষ্ঠান, সংগঠন এবং ব্যক্তিবর্গ। প্রথম প্রহরে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস
এমপি, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন, সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম প্রমুখ।শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জ্ঞাপন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিস-উজ-জামান, মুন্সীগঞ্জ পৌরসভার
মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লী‌গের যুগ্ন সাধারন সম্পাদক সোহানা তাহ‌মিনা ।ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করে মুন্সীগঞ্জ প্রেসক্লাব ,মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাব ও শতশত প্রতিষ্ঠান ও সংগঠন। প্রথম প্রহরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি.. মাথানত না করার চেতনা জাগরুক করার নানা সঙ্গীত মুখরিত করে তোলে চারিদিক।প্রথম প্রহরে নতুন প্রজন্ম অনেকেই শ্রদ্ধা নিবেদন করে। ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধা জানাতে আসা মানুষ সর্বস্তরের মানুষ পাদুকা বিহীন শহীদ মিনারে বিনম্র এই শ্রদ্ধা জ্ঞাপন করে।