মোবাইল ফোন ও মোটরবাইক নিষিদ্ধ করলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ


editor প্রকাশের সময় : ০৪/০৫/২০২৪, ১০:০২ অপরাহ্ণ /
মোবাইল ফোন ও মোটরবাইক নিষিদ্ধ করলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ

মুফতি মোঃ নজরুল ইসলাম খান স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর অধ্যক্ষ মহোদয়ের স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে ২ মে রোজ বৃহস্পতিবার জানানো হয়েছে যে, কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও মোটরবাইক ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। কলেজ কর্তৃপক্ষ বলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক, স্নাতক পাস, স্নাতক সম্মান ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও কলেজের শৃঙ্খলার স্বার্থে কলেজ ক্যাম্পাসে মোটর বাইক এবং শ্রেণিকক্ষে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে কোনোভাবেই প্রবেশ করা যাবে না। কোন শিক্ষার্থী যদি কলেজ ক্যাম্পাসে মোটর বাইক নিয়ে প্রবেশ করলে এবং শ্রেণি কক্ষে কারো কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং নোটিশে আরো বলা হয়েছে, শিক্ষার্থীদের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে কলেজে আসতে হবে।