বান্দরবানে থানচিতে ফের কোটি টাকার পপিক্ষেত ধ্বংস করলো বিজিবি


editor প্রকাশের সময় : ১৮/০২/২০২৩, ৯:২৫ পূর্বাহ্ণ /
বান্দরবানে থানচিতে ফের কোটি টাকার পপিক্ষেত ধ্বংস করলো বিজিবি

তপন চক্রবর্তী বিশেষ প্রতিনিধি। 

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম গহীন অরণ্যে বিজিবি একটি টহল দল ফের অভিযান চালিয়ে ত্রিশ একর জায়গায় চাষ করা নিষিদ্ধ মাদক দ্রব্য পপিক্ষেত ধ্বংস করেছে। এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে স্থানীয় সোর্স ও নিজস্ব গোয়েন্দা গোপন তথ্যের ভিত্তিতে বলিপাড়া (৩৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরিফ-উল-আলমের নির্দেশনায় তিন্দু বিজিবি ক্যাম্পের (ক্যাম্প কমান্ডার) নায়েব সুবেদার মোঃ ইনয়ামুল হক নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযানে কাইকা পাড়া এলাকায় ২৫টি টিলায় ৩০ একর জুড়ে চাষাবাদ নিষিদ্ধ পপি ক্ষেত স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধ্বংস করেছে।এদিকে ফের এ অভিযানে বিষয়ে ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম বলেন, বলিপাড়া ব্যাটালিয়ন বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব সুরক্ষা ছাড়াও চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, দুর্গম পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।তিনি আরও জানান, বান্দরবান থানচি উপজেলার গহীন অরণ্যে আরো কোন পপি ক্ষেত আছে কিনা সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পার্বত্য অঞ্চলে মাদক নির্মূল করতে ভবিষ্যৎতে এধরনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজিবি সুত্র জানায় থানচির তিন্দু ইউনিয়নের কাইকা পাড়া এলাকায় বিজিবি ধ্বংস করা পপি প্রক্রিয়াজাত শেষে বাজারজাত করলে বাজার মূল্য দাঁড়াতো আনুমানিক ১১ কোটি ২৫ লক্ষ টাকা।