শিবগঞ্জে অগ্নিকান্ডে ৫টি ঘর পুড়ে কয়লা


editor প্রকাশের সময় : ০৫/০৪/২০২৩, ১০:৫৬ অপরাহ্ণ /
শিবগঞ্জে অগ্নিকান্ডে ৫টি ঘর পুড়ে কয়লা

কবির হাসান,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের পাঁচটি ঘর, তিনটি রান্না ঘর ও তিনটি গোয়াল ঘরসহ বসতবাড়ির ভস্মীভূত হয়েছে। বুধবার ( ৫ এপ্রিল) দুপুর ১টার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে গোয়াবাড়ি চাঁদপুরগ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে গোয়াবাড়ি চাঁদপুর গ্রামের মোয়াজ্জেম হোসেন পিতা মৃত ইদ্রিস আলী ও তার ছেলে আশরাফুল ও আরিফুলের বসতবাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে মূর্হুতের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বসতবাড়ির পাঁচটি ঘর, তিনটি রান্না ঘর ও তিনটি গোয়াল ঘরসহ বিভিন্ন আসবাবপত্র ভষ্মিভূত হয়। এ বিষয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১ লক্ষ্য ৫০ হাজার টাকার মালামাল।