গলাচিপায় জেলেদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বকনা বাছুর বিতরণ


editor প্রকাশের সময় : ৩১/০৩/২০২৩, ৪:৪৮ অপরাহ্ণ /
গলাচিপায় জেলেদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বকনা বাছুর বিতরণ

মোঃমাজহারুল ইসলাম মলি গলাচিপা(পটুয়াখালী)থেকে: পটুয়াখালী জেলার বৃহত্তর গলাচিপা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রথম পর্যায়ে গরীব নয়(৯)জন মৎস্য ছেলেদের মাঝে, শুক্রবার বেলা ১২ ঘটিকায় উপজেলা মৎস্য অফিস কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে জেলেদের মাঝে গরু বিতরণ করেন, সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য এসএম শাহজাদার মনোনীত প্রতিনিধি ও আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান(বাবুল ভূইয়া), উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আকরামুজ্জামান, পল্লী উন্নয়ন অফিসার মাহবুব হাসান শিবলী, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন সাবু ও মৎস্য জীবিলীগ নেতা নূর সাইদ প্রমুখ। বকনা বাছুর বিতরণ কালে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশের গরীব প্রান্তিক জেলেদের অর্থনৈতিক পুনর্বাসন সহ চাল বিতরণ করছে। সরকারের মৎস্যনিধন ঝাটকা ইলিশ সহ সকল নিষেধাজ্ঞাগুলো পালন সহ, উপহারের এই বকনা বাছুর লালন পালন করে আর্থিকভাবে সাফল্য অর্জনের জন্য অনুরোধ করেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেয়। উল্লেখ্য ২০২২- ২৩ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ এই বকনা বাছুর বিতরণ করা হয়।