গলাচিপায় নৌকা মার্কার শেষ পথসভায় হাজারো মানুষের ঢল


editor প্রকাশের সময় : ০৪/০১/২০২৪, ৬:৪৫ অপরাহ্ণ /
গলাচিপায় নৌকা মার্কার শেষ পথসভায় হাজারো মানুষের ঢল

মো. নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চলছে শেষ মুহুর্তের পথসভা ও জনসভা। এতে নৌকা মার্কার শেষ পথসভায় হাজারো মানুষের ঢল নেমেছে। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এসএম শাহজাদা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকাল ৩টায় গলাচিপা উপজেলা সদরের হাইস্কুল খেলার মাঠে হাজার হাজার সমর্থকদের উপস্থিতিতে শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সিনিয়র সভাপতি হাজি মু. মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা-দশমিনা উপজেলার জনমানুষের নেতা এসএম শাহজাদা (এমপি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মস্তফা টিটো, যুগ্ম সম্পাদক সরদার মুঃ শাহ আলম, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা মুঃ শাহিন শাহ, দশমিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ আজিজ মিয়া, গলাচিপা উপজেলা সাবেক সভাপতি মোঃ হারুন অর রশিদ, সাবেক সভাপতি হাজি শাহ জাহান, বিশিষ্ট আ’লীগ নেতা বাবু কাশিনাথ দত্ত, বীর মুক্তিযোদ্ধা ও সহ সভাপতি মোঃ রেজাউল করিম হাওলাদার, সহ সভাপতি আজিজুর রহমান বাবলু, নারী নেত্রী সালমা ওয়াহিদ, জেলা পরিষদ সদস্য আ’লীগ নেতা মোঃ মাইনুল ইসলাম রনো, মেহেদী মাসুদ জুয়েল, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি দিলীপ বণিক, হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের গলাচিপা শাখার সভাপতি শংকর লাল দাস, সাধারণ সম্পাদক সমির কৃষ্ণ পাল, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত মলয়, আ’লীগের সাংগঠনিক সম্পাদক তপন কুমার বিশ্বাস, আলমগীর হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান রুবেল, গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, আমখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মনির সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দলীয় সভাপতি সম্পাদক, মহিলা লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগসহ অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী সমর্থকেরা নৌকা মার্কার সমর্থনে, শেখ হাসিনার সমর্থনে শ্লোগানে শ্লোগানে উদ্বেলিত করে জনসভাকে। সভাস্থলে বিভিন্ন সামাজিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা সুধী সহ গণমাধ্যম কর্মীরা অংশ নেয়। জনসভার নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করছেন।