মোঃ তৌহিদুজ্জামান টিটু প্রতিবেদক ডুমুরিয়া খুলনাঃ-খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষ্ণনগর গ্রামে দোলপূজায় রং ছিটাতে গিয়ে নসিমন থেকে ছিটকে পড়ে অঙ্কুশ মণ্ডল (৯) বছরের এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে এলাকাবাসী জানায়; দোলপূজা উপলক্ষ্যে উপজেলার কৃষ্ণনগর গ্রামে অংকুশ মণ্ডলসহ কিছু শিশু ও কিশোর একটি ইঞ্জিনভ্যানে চড়ে রং ছিটাতে ছিটাতে কৃষ্ণনগর নিমতলা থেকে বিশ্বাস পাড়ার দিকে যাচ্ছিল। এমন সময় অংকুশ ঐ ইঞ্জিন ভ্যান থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত অংকুশ ডিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র এবং ঐ গ্রামের লিটন মণ্ডলের ছেলে। অংকুশের মৃত্যুর খবরে তার বাড়িতে ছুটে যান ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদসহ এলাকা বাসী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।