স্মার্ট বাংলাদশ বিনির্মাণে নোয়াখালীতে একই দিনে ড্রাইভিং লাইসন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন


editor প্রকাশের সময় : ১৫/০৩/২০২৩, ৭:১৭ অপরাহ্ণ /
স্মার্ট বাংলাদশ বিনির্মাণে  নোয়াখালীতে একই দিনে ড্রাইভিং লাইসন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

স্মার্ট বাংলাদশ গঠনের লক্ষ্যে নোয়াখালীতে বিআরটিএ’র উদ্যাগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বুধবার (১৫ মার্চ ) সকালে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) নোয়াখালী সার্কেলের আয়োজনে বিআরটিসি বাস ডিপোর অডিটারিয়ামে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম,পিপিএম (বার), জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, বিআরটিএ’র সহকারী পরিচালক উসমান সরওয়ার আলম। এসময় বক্তারা বলেন, একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের ফলে সেবা প্রত্যাশীরা আরও সহজে সেবা পাবে এবং হয়রানী কমবে।