শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত


editor প্রকাশের সময় : ১৩/০৪/২০২৩, ১:১৩ অপরাহ্ণ /
শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

 

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

শেরপুরে জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর মহোদয়ের সভাপতিত্বে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের আয়োজনে ১২ এপ্রিল/২০২৩ খ্রিঃ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে প্রস্তাবিত কল্যাণমূলক দাবি সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করে চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে সভায় উপস্থিত জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ পুলিশ সুপার মহোদয়ের নিকট বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন এবং বিগত কল্যাণ সভায় উত্থাপিত সমস্যা সমাধানের জন্য পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। পুলিশ সুপার মহোদয় অফিসার ফোর্সের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করেন এবং সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। একইসাথে আসন্ন ঈদে ঘরমুখো সাধারণ মানুষ যাতে ভালোভাবে যার যার গন্তব্যে পৌঁছাতে পারে, সেই লক্ষ্যে শহরের যানজট নিরসনে সর্বাত্মক সহযোগিতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান এবং উপস্থিত সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান। সভায় অন্যদের মধ্যে জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ), শেরপুর; জনাব মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেরপুর; জনাব রায়হানা ইয়াসমীন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল), শেরপুর; জনাব তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), শেরপুর; সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।