যেমন তুমি তেমন আমি


editor প্রকাশের সময় : ০৯/০৪/২০২৩, ৫:৩১ অপরাহ্ণ /
যেমন তুমি তেমন আমি

এসডি সোহেল রানা,,

শেরপুর, সংবাদদাতা, হে বন্ধু যেমন তুমি, তেমন আমি। তুমি আমায় দিবে বিশ আনা, আমি তোমায় দিব কুড়ি আনা। যতটুকু সম্মান, তুমি আমায় দিবে। ঠিক ততটুকু সম্মান,তুমি বন্ধু ফিরে পাবে। যতটুকু কষ্ট,তুমি আমায় দিবে। ঠিক ততটুকু কষ্ট ,তুমি বন্ধু ফিরে পাবে। কারণ সমান সমান দিতে ও নিতে, বন্ধু আমি যে বড্ড ভালবাসি। প্রচন্ড পিপাসিত অবস্থায়। তুমি আমায় দিবে,এক গ্লাস ঠান্ডা জল, আমি তোমায় দিব,এক গ্লাস ঠান্ডা পানি। কারণ বন্ধুত্বের সম্মান করতে,আমি যে খুব ভাল জানি। আমার কষ্টে তুমি ফেললে,দু-ফোঁটা চোখের জল, তোমার কষ্টে আমি ফেলব, দু-ফোঁটা চোখের অশ্রু। কারণ বন্ধুর কষ্ট, বন্ধুর নিকট অত্যন্ত কষ্টের বস্তু। তুমি যদি আমায়, ভালবাসা দাও চল্লিশ শের। আমি তোমায় ভালবাসা,দিব এক মুন। কারন বন্ধুত্বের মাঝে,সমান সমান না হলে, ব্যাপারটা হয়ে যায় না কেমন। তুমি আমায়, দিবে যতটুকু নুন। আমি গাইব, সমপরিমাণ তার গুণ। কারণ বন্ধুত্বের সম্মান করতে, আমি যে খুব ভাল জানি। তুমি যদি আমায় উপহার দাও, একটি জাতীয় ফুল। আমি তোমায় উপহার দিব,একটি শাপলা ফুল। আমার আনন্দে তুমি যদি, দাও ৩২ দাঁতের হাসি। তোমার আনন্দে আমি দিব, মুখের সকল দাঁতের হাসি। কারন আমি যে,বন্ধু তোমায় বড্ড বেশি ভালবাসি। তুমি যদি আমায় উপহার দাও, একটি জাতীয় পাখি। আমি তোমায় উপহার দিব, একটি দোয়েল পাখি। তুমি যদি আমার জন্য,অপেক্ষা কর মাএ একদিন। আমি তোমার জন্য, অপেক্ষা করব ১২ ঘন্টা। তুমি যদি আমার সাথে, বন্ধুত্ব ধরে রেখ সারাজীবন। আমি তোমার সাথে, বন্ধুত্ব ধরে রাখব আজীবন। কারণ বন্ধুত্বের সম্মান করতে, আমি যে খুব ভাল জানি। তুমি যদি আমাকে ব্যস্ততা, দেখাও সারাদিন। আমি তোমাকে ব্যস্ততা,দেখাব মাএ পরের একদিন। তুমি যদি আমায় মনে,রেখ মাএ একদিন। আমি তোমায় মনে,রাখিব ১২ ঘন্টা। তুমি যদি আমায় উপহার দাও,শব্দ ছাড়া একটু হাসি। আমি তোমায় উপহার দিব, একটু মুচকি হাসি। কারন আমি যে,বন্ধু তোমায় বড্ড বেশি ভালবাসি। বন্ধুত্বের মাঝে সমান সমান হিসাব,দিতে ও নিতে। আমি যে বন্ধু বড্ড বেশি ভালবাসি।