গলাচিপায় বিনম্র শ্রদ্ধায় মাতৃভাষা দিবস পালিত


editor প্রকাশের সময় : ২১/০২/২০২৩, ১:১৫ অপরাহ্ণ /
গলাচিপায় বিনম্র শ্রদ্ধায় মাতৃভাষা দিবস পালিত

মু.খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী) থেকে

গলাচিপা উপজেলা প্রশাসন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১শে ফেব্রুয়ারি/২৩ যথাযথ শ্রদ্ধা ভরে, নানা কর্মসূচিতে দিনটি পালন করে। একুশের প্রথম প্রহরে রাত্র ১২:০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে, আনুষ্ঠানিকভাবে পটুয়াখালী-১১৩(৩) আসনের মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা, উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, উপজেলা স্বাস্থ্য অফিসার কাজী আব্দুল মমিন, অফিসার্স ইনচার্জ শোনিত কুমার গায়েন, আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু, পৌর মেয়র আহসানুল হক তুহিন সহ প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া সকালে প্রভাত ফেরী ও উপজেলা পরিষদ হলরুমে মাতৃভাষা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিশুদের কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়া উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। উপজেলা হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাননীয় সংসদ সদস্য এসএম শাহজাদা, উপজেলা চেয়ারম্যান মু. শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, আওয়ামীলীগ সভাপতি সন্তোষ কুমার দে, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু, প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন প্রমুখ। এছাড়া মসজিদ, মন্দিরে প্রার্থনা সহ হসপিটাল, এতিমখানায় উন্নত খাবার পরিবেশন করা হয়।