এ্যাম্বুলেন্সে রোগীর পরিবর্তে মাদক পরিবহন, গ্রেফতার ২


editor প্রকাশের সময় : ০৯/০২/২০২৩, ৮:৫০ অপরাহ্ণ /
এ্যাম্বুলেন্সে রোগীর পরিবর্তে মাদক পরিবহন, গ্রেফতার ২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রোগীবাহী এ্যাম্বুলেন্সে মাদক দ্রব্য পরিবহনকালে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ৩৯ কেজি গাঁজা জব্দ করা হয়। বুধবার র‌্যাব-১১’র মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ ফেব্রুয়ারি বিকালে আড়াইহাজার থানাধীন বিশনন্দী ফেরীঘাটে চেকপোষ্ট স্থাপন করে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্সসহ হাতে-নাতে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো কুমিল্লার হোমনা থানাধীন গানিয়ারচর গ্রামের শাহ আলমের ছেলে (এ্যাম্বুলেন্স চালক) মো. সাইদুল (৩২) এবং একই জেলার লাকসাম থানাধীন পশ্চিমগাও গ্রামের আলী হোসেনের ছেলে মুন্না হোসেন ওরফে সহিদ (২৫)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আসামিরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ এ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীর পরিবর্তে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নারায়ণগঞ্জ ও এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।