গলাচিপায় চাঁদা না দেওয়ায় ট্রলির ব্যবসায়ীকে মারধর আদালতে মামলা


editor প্রকাশের সময় : ০৮/০৫/২০২৩, ১০:১৬ পূর্বাহ্ণ /
গলাচিপায় চাঁদা না দেওয়ায় ট্রলির ব্যবসায়ীকে মারধর আদালতে মামলা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী গলাচিপায় ট্রলির ব্যবসায়ী মো. শাহিন হাওলাদার চাঁদা না দেওয়ায় মারধর করেছে একই এলাকার মৃত সুলতান ফকিরের ছেলে মো. দেলোয়ার ফকির। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নে নলুয়াবাগী খেয়াঘাট এলাকায়। এবিয়ষ শাহিন হাওলাদার এর স্ত্রী চাম্পা বেগম বাদী হয়ে গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯জন কে আসামী করে একটি মামলা করেন।যার মামলা নং-সি আর ২৪৩/২৩। মামলা সূত্রে জানা যায়, ৭ এপ্রিল শুক্রবার বিকাল ৫টায় দিকে গোলখালী – নলুয়াবাগী খেয়াঘাট সংলগ্ন মো. জাহাঙ্গীর খান এর দোকানের সামনে ভেরী বাঁধের উপর পূর্ব পরিকল্পীত ভাবে দেলোয়ার ফকির, মহিবুল্লহ, ইলিয়াস ফকির, হাফিজুর তালুকদার, সোহেল ফকির, জিলোন মিয়া, অপু তালুকদার, সবুজ ফকির ও মিরাজ মাতুব্বর ঐক্যবদ্ধ হয়ে শাহিনের ট্রলি গাড়ী গতিরোধ করে ১লক্ষ টাকা চাঁদা দাবী করেন। টাকা দিতে রাজি না হলে কাথা কাটাকাটির এক পর্যায় শাহিন হাওলাদারকে বেধরক মারধর করে গুরুতর জখম করেন। স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করেন কর্তব্যরত চিকিৎস্যক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শে-ইর বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।