গলাচিপায় মান্তা জেলেদের উন্নয়ন বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে সংলাপ


editor প্রকাশের সময় : ১০/০৪/২০২৩, ৩:৪১ অপরাহ্ণ /
গলাচিপায় মান্তা জেলেদের উন্নয়ন বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে সংলাপ

দেশের উপকূলীয় জনপদে সুবিধা-বঞ্চিত পিছিয়ে পড়া, অসহায় জেলে পরিবার মান্তা সম্প্রদায়ের জীবনমান, অর্থনৈতিক সচ্ছল, নিরাপদ পানি সুরক্ষা, স্বাস্থ্যসেবা, নারী- পুরুষের সুষম বণ্টন ইত্যাদি বিষয়ে সেজুতি হেলথ এন্ড এ্যাডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও অক্সফাম এর আর্থিক সহযোগিতায় মান্তা জেলে নারীদের নেতৃত্ব নির্মাণ ও ক্ষমতায়ন প্রকল্প বিষয়ে গলাচিপা উপজেলার ৩০ জন কর্মরত সকল প্রেস, ইলেকট্রনিক্স ও গণমাধ্যম কর্মীদের নিয়ে সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এক সংলাপ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক, জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও মান্তা জনগোষ্ঠীর গবেষক বাবু শংকর লাল দাস। বিশেষ অতিথি হিসেবে সংলাপে মতামত প্রদান করেন, বিশিষ্ট কলামিস্ট ও প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন, সাংবাদিক সুমিত কুমার দত্ত মলয়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ রহমান, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি হাসান এলাহী ও সাধারণ সম্পাদক সোহেল আরমান প্রমুখ। সভায় সঞ্চালনা ও প্রকল্প বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন, সিডফ এর নির্বাহী পরিচালক মোঃ শাহিন মিয়া, প্রজেক্ট ব্যবস্থাপক বাইজিদ জুয়েল ও সংস্থার কর্মীবৃন্দ। উল্লেখ্য যে, গলাচিপা উপজেলার তিনটি ইউনিয়ন ও রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের প্রায় পাঁচশত জেলেদের ভাগ্য উন্নয়নে স্বাস্থ্য, চিকিৎসা, বিশুদ্ধ পানি, নারী পুরুষের সমতা সক্ষমতা নিয়ে ২০০৬ সাল থেকে স্বচ্ছতা ও সুনামের সাথে কাজ করে যাচ্ছে বলে অভিজ্ঞ মহল, জনপ্রতিনিধি ও প্রশাসন মনে করেন।