ডলার প্রতারণার সঙ্গে জড়িত চক্রের মূল হোতাসহ সহযোগী আটক


editor প্রকাশের সময় : ০৬/০৪/২০২৩, ৭:৫৮ অপরাহ্ণ /
ডলার প্রতারণার সঙ্গে জড়িত চক্রের মূল হোতাসহ সহযোগী আটক

ডলার প্রতারণার সঙ্গে জড়িত চক্রের মূল হোতাসহ সহযোগী আটক

খানসামা দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় ডলার প্রতারক চক্রের ২ জন সদস্যকে আটক করেছে খানসামা থানা পুলিশ। বুধবার (৬ এপ্রিল) দুপুরে খানসামা উপজেলার উপজেলার ৫ নং ভাবকি ইউনিয়নে ডলার প্রতারণা করার সময় স্থানীয় লোকজনের হাতে আরিফুল ইসলাম (২৯) আটক হন। স্থানীয় মানুষ ডলার ব্যবসায়ীকে আটকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসলে ইউনিয়ন চেয়ারম্যান থানা পুলিশের কাছে হস্তান্তর করে দেয়। পরে তার দেওয়া তথ্য মতে ডলার প্রতারক চক্রের মূল হতা উপজেলা আংগারপাড়া এলাকার শেফাউল হক শেফা ওরফে ঠোঁটকাটা শেফাকে(৩৫) দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল)খোদাদাদ হোসেনের নির্দেশনায় এবং ওসি চিত্তরঞ্জন রায় ও ইন্সপেক্টর (তদন্ত) তাওহীদ ইসলামের নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহয়তা নিয়ে বিশেষ অভিযানে জলঢাকা থেকে গ্রেফতার করছে খানসামা থানা পুলিশের চৌকস এসআই ও সদস্যরা। এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, ‘মূল হোতা শেফা একাধিক মামলার আসামি। আমরা তাকে অনেক দিন ধরে ধরার চেষ্টা করছি। ডলার চক্রের মূল হোতাসহ সহযোগীকে আটক করেছি। মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রক্রিয়াধীন।