বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত


editor প্রকাশের সময় : ২৪/০৪/২০২৪, ৯:১৩ অপরাহ্ণ /
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে বাংলাদেশ চার ম্যাচ খেলে ফেলেছে। একমাত্র পয়েন্ট তারা পেয়েছে লেবাননের বিপক্ষে ঘরের মাঠে। সেই দলের বিপক্ষেই শেষ হবে বাংলাদেশের এই অভিযাত্রা। বুধবার চূড়ান্ত হলো ভেন্যুও।

লেবাননের বিপক্ষে গত নভেম্বরে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আগামী ১১ জুন লেবাননের বিপক্ষে দ্বিতীয়বার মুখোমুখি হবে বাংলাদেশ। লেবানিজরা হোম ভেন্যু হিসেবে কাতারকে চূড়ান্ত করেছে।

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ লেবাননের বিপক্ষে। যুদ্ধ বিধ্বস্ত লেবানন ম্যাচটি আয়োজন করবে নিরপেক্ষ ভেন্যুতে।

আগামী ১১ জুন কাতারের দোহায় আল সাদ স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) বাংলাদেশ-লেবানন ম্যাচটি অনুষ্ঠিত হবে।’

এর আগে অবশ্য ঢাকায় অস্ট্রেলিয়াকে স্বাগত জানাবে বাংলাদেশ। প্রথম দেখায় সকারুদের কাছে ৭-০ গোলে হেরেছিল লাল-সবুজরা। আগামী ৬ জুন ঢাকায় মুখোমুখি হবে দুই দল।

চার ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে সবার শেষে বাংলাদেশ। সবশেষ ফিলিস্তিনের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে ছয় গোল হজম করে জামাল ভূঁইয়ারা। ফিলিস্তিনও তাদের হোম ম্যাচ খেলেছিল কাতারে।