নানিয়াটিকর তফশিলী উচ্চ বিদ্যালয় আকশ্বিক পরিদর্শনে উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিষ চন্দ্র রায়


editor প্রকাশের সময় : ১০/০৫/২০২৩, ৫:৫৫ অপরাহ্ণ /
নানিয়াটিকর তফশিলী উচ্চ বিদ্যালয় আকশ্বিক পরিদর্শনে উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিষ চন্দ্র রায়

নানিয়াটিকর তফশিলী উচ্চ বিদ্যালয় আকশ্বিক পরিদর্শনে উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিষ চন্দ্র রায়

স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলাধীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নানিয়াটিকর তফশিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত নিরাপত্তা সহকারী, সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ চিরিরবন্দর উপজেলা শাখা ও ভাইস চেয়ারম্যান চিরিরবন্দর উপজেলা পরিষদ শ্রী জ্যোতিষ চন্দ্র রায়।

বুধবার (১০ মে) দুপুর ১২ ঘটিকায় নানিয়াটিকর তফশিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে তিনি প্রতিটি শ্রেণি কক্ষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন উপদেশ মূলক বার্তা উপস্থাপন করেন। বিদ্যালয়ের কিছু অব্যবস্থাপনার বিষয়েও তিনি প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সকল শিক্ষকগণকে আরো অধিকতর যন্ত্রশীল হওয়ার পরামর্শ দেন।

সকল শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির বিষয়টি নিশ্চিতকল্পে শ্রেণি শিক্ষক ও প্রধান শিক্ষকগণকে নির্দেশ দেন এবং নিয়মিত ভাবে পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য সুপরামর্শ দেন তিনি।

এসময় বিদ্যালয় ব্যবস্হাপনা কমিটির সভাপতি, সদস্য এবং শিক্ষকদের নিয়ে মতবিনিময়ে শিক্ষার মান উন্নয়নের জন্য দিক নির্দেশনা দেন তিনি।

চিরিরবন্দর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিষ চন্দ্র রায় শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয় ও বিদ্যালয় প্রাঙ্গণে বেশি বেশি পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষক, কর্মচারীদের প্রতি নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগেগের সভাপতি মনিন্দ্র নাথ রায় (মনি), প্রধান শিক্ষক জগদিশ চন্দ্র রায়, তালপুকুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হরমোহন রায়, সহকারী শিক্ষকবৃন্দ ও চিরিরবন্দর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি প্রদীপ কুমার রায় প্রমূখ।