কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের পাট বীজ তুলে দেওয়া হয়


editor প্রকাশের সময় : ২৪/০৩/২০২৪, ৬:৪৬ অপরাহ্ণ /
কৃষকদের মাঝে  বিনামূল্যে উন্নত মানের পাট বীজ তুলে দেওয়া  হয়

সোহেল কবির বিশেষ প্রতিনিধি ঃ

নারায়ণগঞ্জ জেলার  আড়াইহাজার উপজেলায় আধুনিক ও উন্নত পদ্ধতিতে পাট ও পাট জাতীয় আশঁ জাতীয় ফসলের  উৎপাদন প্রযুক্তি জনপ্রিয়করন ও সম্প্রসারণের  লক্ষ্যে  গত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে বিজেআরআই তোষা পাট -৮(রবি-১), কেনাফ এইচসি- ৯৫ এবং বিজেআরআই পাট শাক -২ জাতের বীজ তুলে দেয়া হয়। উক্ত বীজ বিতরন কার্যক্রমে পাট গবেষণা উপকেন্দ্র, তারাব, নারায়ণগঞ্জ এর মাননীয় ইনচার্জ ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.এ এস এম কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব বীজ তুলে দেন। বীজ বিতরন কর্মসূচিতে এ সময় আড়াইহাজার, নারায়ণগঞ্জ এর উপজেলা  কৃষি কর্মকর্তা জনাব মোঃ মাহমুদুল হাসান ফারুকীসহ পাট গবেষণা উপকেন্দ্র, তারাব, নারায়ণগঞ্জ এর বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মোঃ শফিউল আলম এবং জেএফএ জনাব মোঃ সবুজ মিয়া এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ পাট গবেষণা ইনসটিটিউট কর্তৃক রাজস্ব বাজেটের আওতায় বাস্তবায়নাধীন উন্নত পদ্ধতিতে পাট ও পাট জাতীয় আশঁ জাতীয় ফসলের  উৎপাদন প্রযুক্তি জনপ্রিয়করন ও সম্প্রসারণের  লক্ষ্যে  অত্র উপজেলার পাট উৎপাদনকারী কৃষকদের মধ্যে বিনামূল্যে উন্নত মানের পাট বীজ বিতরণ করা হয়। পাট গবেষণা উপকেন্দ্র, তারাব, নারায়ণগঞ্জ এর ইনচার্জ ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.এ এস এম কামরুজ্জামান বলেন, ‘কৃষি ও কৃষকের উন্নয়নে প্রতি বছর এ খাতে প্রচুর ভর্তুকি দিচ্ছে সরকার। পরিবেশ রক্ষার্থে এবং পাট শিল্পের প্রসারে পাটের উৎপাদন বৃদ্ধির জন্য সকলকে কাজ আহবান জানানো হয়।