তিতাসে দিনব্যাপী দলিল লেখকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


editor প্রকাশের সময় : ১৬/০৫/২০২৩, ৭:২৩ অপরাহ্ণ /
তিতাসে দিনব্যাপী দলিল লেখকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাসে দলিল লেখকদের দক্ষতাবৃদ্ধি,স্বচ্ছতা,জবাবদিহিতা,দলিল লিখন পদ্ধতি ও নাগরিক সেবা বিষয়ক একদিন ব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা সাব-রেজিস্ট্রারের এর অধীন সনদপ্রাপ্ত সকল দলিল লেখকগণ এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১৬ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত তিতাস সাব-রেজিস্ট্রার অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। তিতাস সাব-রেজিস্ট্রার মোমেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা জেলা রেজিস্ট্রার আনোয়ারুল হক চৌধুরীর, বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান ও দাউদকান্দি সাব-রেজিস্ট্রার আহমেদ রাকিব উল মান্নান উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ হুমায়ুন কবির কাজল এর সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক শের-ই-আলম, সহ-সভাপতি মাহবুব আলম, সাবেক সভাপতি মেহেদী হাসান সেলিম ভূঁইয়া , সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, বর্তমান সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমূখ। প্রশিক্ষণ শেষে ৪০জন দলিল লিখকদের মাঝে সনদ বিতরণ করা হয়।