চিরিরবন্দরে ৭ম শ্রেণির ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার


editor প্রকাশের সময় : ১৫/০৩/২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ণ /
চিরিরবন্দরে ৭ম শ্রেণির ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

চিরিরবন্দরে ৭ম শ্রেণির ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মিরাজুল ইসলাম (১৪) নামে ৭ম শ্রেণির ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে চিরিরবন্দর থানার পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০ ঘটিকার দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন পথচারী ঐ গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগীতায় চিরিরবন্দর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ঘটনাটি উপজেলার ১২নং আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের আইজুল মেম্বার পাড়া এলাকায় রাস্তার ধারে ফসলি জমির পাশে।

স্থানীরা জানায়, মিরাজুল ইসলাম (১৪) উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর (পশুহাট) এলাকার আমিনুল ইসলামের পুত্র ‌এবং পালপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

মিরাজুল ইসলাম (১৪) এর বাবা মোঃ আমিনুল ইসলাম বলেন, “রাত ৮ টার দিকে আমার ছেলে বাজার করতে রাণীরবন্দর বাজারে যায়। পরে রাত ১০টা পার হয়ে গেলেও যখন সে বাড়ি ফিরে না আসায় তাকে খোঁজাখুজি করি। পরে লোক মারফত জানতে পারি আমার ছেলের গলাকাটা মরদেহ নাকি রাস্তার পড়ে আছে। সেখানে গিয়ে আমার ছেলে মিরাজের সাথে থাকা বাই-সাইকেলটিসহ রাস্তার ধারে তার গলাকাটা মরদেহ দেখতে পাই”।

চিরিরবন্দর থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, “রাত সাড়ে ১০ঘটিকার দিকে স্থানীয়রা গলাকাটা কিশোরকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোর মিরাজের মরদেহ উদ্ধার করা হয়।