গলাচিপায় পাঙ্গাসের পোনা ধরার “চাই” আটক


editor প্রকাশের সময় : ১০/০৪/২০২৩, ১২:০৪ পূর্বাহ্ণ /
গলাচিপায় পাঙ্গাসের পোনা ধরার “চাই” আটক

মোঃমাজহারুল ইসলাম মলি গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

 

গলাচিপার আগুনমুখার মোহনায় পাঙ্গাস মাছের পোনা (টেংরা) শিকারের জন্য ব্যবহৃত দুটি ‘চাই’ আটক করেছে উপজেলা মৎস্য বিভাগের একটি ভ্রাম্যমাণ টিম। অভিযানের সময় কোন জেলেকে পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের সূত্রে এসব তথ্য জানা গেছে। গলাচিপা উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গলাচিপার আগুনমুখা নদীর মোহনায় দীর্ঘদিন ধরে একটি চক্র নদীতে বাঁশের চাই বা খাঁচা দিয়ে পাঙ্গাস মাছের পোনা শিকার করে আসছে। এ চক্রটি হাতেনাতে ধরার জন্য শনিবার রাত থেকে অভিযান চালানো হয়। রবিবার বেলা ১১ টার সময় নদীতে মাছ শিকারের উদ্দেশ্যে ফেলে রাখা চাই আটক করা হয়। আটককৃত চাইয়ের মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা। আটককৃত চাইগুলো গলাচিপা লঞ্চঘাট আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. জহিরুন্নবী বলেন, অবৈধ পোনা বিশেষ করে পাঙ্গাস মাছের পোনা শিকারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আমরা আগামী কয়েকমাস একটু কষ্ট করতে পারলে আজকের এই টেংরা বা পাঙ্গাসের পোনা বড় হবে।