সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজধানীতে বিএনপির অবস্থান কর্মসূচি


editor প্রকাশের সময় : ০১/০৪/২০২৩, ৭:০৫ অপরাহ্ণ /
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজধানীতে বিএনপির অবস্থান কর্মসূচি

 মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

সারাদেশের জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি। উক্ত অবস্থান কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী নিয়ে যোগদেন বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ও তারেক রহমানের একান্ত আস্থাভাজন ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান।এসময় দলের শীর্ষনেতারাও যোগদেন কর্মসূচিতে। শনিবার (১ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। চলে বিকাল চারটা পর্যন্ত। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, সদস্য মির্জা আব্বাস, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ইশরাক হোসেন, যুব দলের সুলতান সালাউদ্দীন টুকু ও ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েলসহ অনেকেই। বক্তব্যে বক্তারা বলেন, ভোটসহ জনগণের মৌলিক অধিকার ফেরাতে বিএনপির এই আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে কর্মসূচি শুরু হওয়ার পূর্বেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে অবস্থান কর্মসূচিতে যোগ দেন।