সিংড়ায় অগ্নিকাণ্ডে পুড়লো ১২ স্বর্ণের দোকান


editor প্রকাশের সময় : ২৬/০৪/২০২৪, ৭:৩৫ অপরাহ্ণ /
সিংড়ায় অগ্নিকাণ্ডে পুড়লো ১২ স্বর্ণের দোকান

 নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় আকস্মিক অগ্নিকাণ্ডে স্বর্ণ পট্টির ১২টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে আটটি দোকান সম্পূর্ণ ও চারটি আংশিক পুড়ে গেছে বলে জানা গেছে।

রাত আড়াইটার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে শুক্রবার (২৬ এপ্রিল) ভোর ৫টার দিকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে নাটোর ও সিংড়ার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। আগুনে অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

সিংড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জানান, মুঠোফোনে আগুনের সূত্রপাতের খবর পেয়ে নাটোর ও সিংড়ার তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে স্বর্ণ পট্টির দোকানগুলো পুড়ে গেছে। পরে নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক একেএম মুর্শেদ এর নেতৃত্বে তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

জুয়েলার্স সমিতি সিংড়া উপজেলা শাখার সভাপতি বিজয় কুমার দাস বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে স্বর্ণ পট্টির সরকার জুয়েলার্স, লোকনাথ জুয়েলার্স, গৌরী জুয়েলার্সসহ মোট ১০টি স্বর্ণের দোকান ও ইসলাম ইলেকট্রনিক্সসহ আরো দুটি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতি পরিমাণ অর্ধকোটি টাকা ছাড়িয়ে যাবে।