পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান


editor প্রকাশের সময় : ২৭/০৪/২০২৩, ৮:৩৩ অপরাহ্ণ /
পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।  আজ (২৭ এপ্রিল ২০২৩) বিদ্যালয়ের অডিটোরিয়ামে দুপুর ১২ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে আসন্ন ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্লেসের সম্মানিত সভাপতি ও জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়। প্লেসের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর জেলার সম্মানিত পুনাক সভানেত্রী জনাব সানজিদা হক মৌ; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সাইদুর রহমান প্রমুখ এছাড়াও অনুষ্ঠানে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের সম্মানিত শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীরা ও পরীক্ষার্থীবৃন্দ তাদের স্কুল জীবনের বিভিন্ন স্মৃতিচারনমূলক মূল্যবান অভিব্যক্তি প্রকাশ করেন। পরবর্তীতে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে মানপত্র ও বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার প্রদান করে পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শারীরিক সুস্থতা ও সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা হয়।  উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক/শিক্ষিকা মণ্ডলী ও আসন্ন ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী তাঁদের অভিভাবকবৃন্দ-সহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।