জাগো তরুণ ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প


editor প্রকাশের সময় : ২৪/০২/২০২৩, ৯:৩৮ অপরাহ্ণ /
জাগো তরুণ ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

 বিদ্যুৎ চন্দ্র বর্মন – স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ জেলাধীন এলাকায় জাগো তরুণ ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে সারা দিন ব্যাপী ফ্রী চিকিৎসা সেবা, ফ্রী ঔষধ বিতরণ, ফ্রী ব্লাড গ্রুপিং ও ফ্রী চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জাগো তরুণ ফাউন্ডেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মোঃ ইমরুল কায়েস এর সভাপতিত্বে ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন করেন। আজ শুক্রবার ২৪ ফেব্রুয়ারী জাগো তরুণ ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে সকাল থেকে শুরু করে সারাদিন ব্যাপী চকিয়াচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মেডিসিন, ডায়াবেটিস, হেপাটাইটিস বি ভাইরাস পরিক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, জন্ডিস পরিক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১০০০ অসহায়, হতদরিদ্র পরিবার রোগীকে সেবা ও পরামর্শ প্রদান করা হয়েছে। পাশাপাশি সকল জনগণের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ, বিনামূল্যে ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফ্রী চিকিৎসা নিতে আশেপাশের এলাকার লোকজন ভির করেন। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চিকিৎসা সেবা প্রদান করেন জাগো তরুণ ফাউন্ডেশন বাংলাদেশ এর অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারগণ। এসময় উদ্বোধক উপস্থিত ছিলেন জাগো তরুণ ফাউন্ডেশন বাংলাদেশ সভাপতি মোঃ হাবিবুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা নজরুল ইসলাম, আব্দুল ওয়াদুদ চৌধুরী, মোঃ ময়না মিয়া আকন্দ, ডাঃ সজল চন্দ্র প্রমুখ।