বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষে নোয়াখালীতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত


editor প্রকাশের সময় : ১০/০৩/২০২৩, ৯:১৭ পূর্বাহ্ণ /
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষে নোয়াখালীতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

 

‘চাকরি নয়, সেবা’—এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী ) নোয়াখালী জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদের বিপরীতে সরকার কর্তৃক জারীকৃত বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত শারীরিক মাপ ও Physical Endurance Test (PET)- এর সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা পুলিশ কে,জি স্কুলে অনুষ্ঠিত হয়েছে। উক্ত লিখিত পরীক্ষায় নোয়াখালী জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার হল ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার ( এসপি) মোঃ শহীদুল ইসলাম, পিপিএম (বার)।এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকার পুলিশ সুপার(এসবি) ওহাবুল ইসলাম খন্দাকার, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) বিজয়া সেন, , ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মোজ্জামেল হোসেন রেজা, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব, পিপিএম, নোয়াখালীর সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাশ, পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধিদ্বয় সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যগণ।আগামী ১৯ মার্চ ২০২৩ খ্রীস্টাব্দ তারিখ সকাল ১০ টায় লিখিত পরীক্ষা’র ফলাফল পুলিশ লাইন্সে প্রকাশ করা হবে। সেই সাথে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।