চিরিরবন্দরে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত


editor প্রকাশের সময় : ০২/০৩/২০২৪, ১১:১৩ অপরাহ্ণ /
চিরিরবন্দরে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত

প্রদীপ কুমার রায়,নিজস্ব প্রতিবেদক।সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পালিত হলো ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস-২৪খ্রিঃ।

গত শনিবার (২মার্চ) উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সঠিক তথ্য সম্বলিত ভোটার হওয়ার জন্য প্রাপ্তবয়স্ক সকলকে অনুরোধ করা হয়।
কোনক্রমেই যেন ভোটার হতে ভুল তথ্য পরিবেশিত না হয় এ ব্যাপারে নির্বাচন কমিশনারকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান বক্তারা।

উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার সাইফুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুলান্ট চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, উপজেলা সমবায় অফিসার ইউনুছ আলীসহ সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সকালে দিবসটি উপলক্ষে নতুন ভোটারদের ভোটার নিবন্ধন কার্যক্রম ও বর্ণাঢ্য র‌্যালী বের হয়। পরে নতুন ভোটারদের ভোটার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়।