এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার।
শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগের পরিচালক (স্বাস্থ্য ) ডাঃ মো সফিউর রহমান।৬ ই মার্চ সোমবার সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন।
এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল দপ্তর পরিদর্শন,হাসপাতালে ভর্তি কৃত রোগীদের চিকিৎসা সেবার খোঁজ খবর, আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে চিকিৎসা বিষয় আলোচনা ও সকল কর্মকর্তা / কর্মচারীদের সাথে মত বিনিময় করেন এবং দিক নির্দেশনা প্রদান করেন।পরিচালক স্বাস্থ্য ডাঃ মো সফিউর রহমানের আগমনে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়
উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ।এ সময় অন্যানের মধ্যে শেরপুরের সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য,
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো রাহাত চৌধুরী সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।