আজকালকার সমাজে যে ভালো মানুষের বিশেষ মূল্য নেই, এ কথা মোটামুটি সর্বজনবিদীত। যে কোনো ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয় কেবল যেন ভালো মানুষ হবার অপরাধে। অন্যের কাছে ঠকতে হয় বারবার, ষড়যন্ত্রের শিকার হয়ে ভুগতে হয় অশান্তিতে, ব্যর্থতাকে বরণ করে নিয়ে ধুঁকতে হয় হতাশায়। আপনার অবস্থাও ঠিক এমনই। একজন সাধারণ ভালো মনের মানুষ বলেই কি জীবনের নানান ক্ষেত্রে কষ্ট পেতে হচ্ছে আপনাকে। তাহলে এই ফিচারটি আপনার জন্যই। না, ভালো মানুষ হওয়া ছাড়তে হবে না। কিন্তু হ্যাঁ, জেনে নিন কীভাবে নিজেকে রক্ষা করে চলবেন। এই পৃথিবীতে কিছু কিছু ভালো মনের মানুষ আমাদের মাঝে আছেন। আসলেই যারা ভালো মনের মানুষ তারা কখনোই অন্য কাউকে ঠকানোর চেষ্টা করে না। তাঁর মন মানসিকতা সব সময় সৎ ও সততায় পরিনিত থাকে। যারা মানুষকে ঠকানোর চেষ্টা করে তাদেরকে সৃষ্টি কর্তা নিজেই ঠকায়। জাহাঙ্গীর আলম একজন সহজ সরল ও প্রাঞ্জল মানুষ। তার মনে কোনো হিংসা, অহংকার, ঘৃণা, রাগ, অভিমান সহ সকল সৎ গুণাবলি তাঁর ভিতরে বিরাজমান। অসৎ কাজের বাঁধা বিপত্তি অতিক্রম করে সৎ পরামর্শ দেন সকলকে। তিনি প্রকৃত পক্ষে একজন গুণগত মানুষ। তিনি সব সময় বিদ্যুৎ চন্দ্র বর্মন কে বলেন, দাদা সব সময় সততা নিয়ে থাকাটাই শ্রেয়। সব সময় বলে থাকেন জন্ম মৃত্যু আল্লাহ হাতে। ক্ষমতা কারো বেশি দিন টিকে থাকে না। ক্ষমতা আজ আছে আগামীকাল নাও থাকতে পারে বলে জানান তিনি। তিনি আরও বলেন, সৎ পথের চলা লোকের গুণ সব সময় থাকে। সৎ লোককে সবাই পছন্দ করে। তাই সবার মাঝে সততা থাকতে হয়। অসৎ ও অমার্জিত ব্যাক্তি সমাজে বেশি দিন টিকে থাকতে পারে না। এই অঙ্গিরাকে সামনে রেখে সব সময় সৎ পথে চলছেন তিনি।