কুমিল্লা প্রতিনিধিঃ
বরুড়ার আগানগর ইউনিয়নের বাড়াইপুর (জলারবাড়ি) ও বিজয়পুরে দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে।১৭ই ফেব্রুয়ারী শুক্রবার ভোররাত আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে তিনটা সাড়ে তিনটার মধ্যে ইউনিয়নের বিজয়পুরের মোঃ আবদুস সাত্তারের বাড়িতে ৯/১০ জনের একটি দেশীর অস্রধারী ডাকাত দল ঘরে ঘুকে ব্যাপক হামলা ও লুটপাট করে, আবদুস সাত্তার জানান প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল ডাকাতি করে যাওয়ার সময় ঘরের দরজা বন্ধ করে চলে গেলে আবদুস সাত্তারের লোকজন চিৎকার দিলে এলাকাবাসী এসে ঘরের দরজা খুলে এবং ডাকাতদের ধাওয়া দিয়ে একজনকে আটক করে। একই সময় পাশের গ্রাম( দক্ষিণ জগদাসার) বাড়াইপুর জলারবাড়ী সুরুজ মিয়ার বাড়িতে তার ওমান প্রবাসী ছেলে মোঃ কবির হোসেনের ঘরে ও তার ভাইয়ের ঘরে ডাকাতি করে একদল ডাকাত। এ সময় কবির হোসেনের স্ত্রী খোদেজা বেগম জানান, নগদ দুই লক্ষ টাকা ও কানের জিনিস ও গলার একটি স্বর্নের চেইন নিয়ে যায় যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। একই সময় সুরুজ মিয়া (৮০)’র নিজ ঘরেও ডাকাতি হয়, তার ছেলের বউ রোজিনা আক্তার জানান, নগদ দশ ভরি স্বর্ণ, পাঁচ লক্ষ টাকা ডাকাত দল নিয়ে যায়। ডাকাত বের হয়ে গেলে তাদের চিৎকারে এলাকাবাসী এসে ডাকাতদের ধাওয়া দিলে অহিদ মিয়া ( চান্দিনা), সাইফুল হোসেন (দাউদকান্দি) নামের দুই ডাকাত আটক করে । সকাল নয়টার দিকে খবর পেয়ে বরুড়া থানা পুলিশের এস আই চন্দন ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে বরুড়া থানায় অভিযোক্তদের বিরোদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।