নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক কেজি গাঁজাসহ নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মোসা. নাজমা আক্তার সোফিয়া (৫৭) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাঙ্গাপুর সাহেববাড়ী (নোয়াপাড়া) এলাকার মো. জনাব আলী মেয়ে। বুধবার (২৮ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী তিন রাস্তার মোড় অটো স্ট্যান্ডস্থ বিসমিল্লাহ ইন্টেরিয়র নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর একজন নারী মাদক ব্যবসায়ী নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে জানতে পেরে তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এসমাই (নিরস্ত্র) মো. শামীম রেজাসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
জব্দকৃত আলামত নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক) ধারার অপরাধ করায় মোসা. নাজমা আক্তার সোফিয়ার বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) আটককৃত মোসা. নাজমা আক্তার সোফিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
ওসি শাহীনুর আলম জানান, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংসহ সকল ধরণের অপরাধ নির্মূল করতে থানা পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় কোন অপরাধীর স্থান হবে না। অপরাধ নির্মূল করতে সবাইকে সহযোগিতা করতে হবে।
সর্ব শেষ:
সিদ্ধিরগঞ্জে কারবারি সোফিয়া আটক
-
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশের সময় : ০৪:২৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- ১৪০ বার পড়া হয়েছে
খবর টি শেয়ার করুন :
সর্বাধিক পঠিত