ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: দায়ীদের শাস্তি দাবি এনসিপির

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১০:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে হেনস্তা ও ডিম নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি। এ সময় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি করেছে এনসিপি।

মঙ্গলবার বিকেলে ঢাকার বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঘটনার প্রেক্ষাপট

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে সোমবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে যুক্তরাষ্ট্রে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর সফরসঙ্গী হিসেবে বিমানবন্দরে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। টার্মিনাল থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের স্থানীয় নেতা–কর্মীরা স্লোগান ও কটূক্তি শুরু করেন। একপর্যায়ে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হলে তা তাঁর গায়ে লাগে।

এনসিপির অভিযোগ ও দাবি

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নেতাকর্মীদের দেশ–বিদেশে হামলার টার্গেটে পরিণত করেছে। তিনি বলেন, সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের ভেতরের একটি অংশের মদদেই এসব ঘটনা ঘটছে।

এ সময় এনসিপি কয়েকটি দাবি উত্থাপন করে: আখতার হোসেনের ওপর হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নিউইয়র্কের কনসাল জেনারেলকে পদত্যাগ করতে হবে। নিরাপত্তা দিতে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ফ্যাসিবাদের সময়কালে নিয়োগপ্রাপ্ত আওয়ামী লীগের ঘনিষ্ঠদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অপসারণ করতে হবে। জুলাই গণহত্যা ও হামলাসহ আওয়ামী লীগের মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে।

রাজনৈতিক বার্তা

বিএনপির অবস্থান প্রসঙ্গে প্রশ্ন করা হলে নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি যদি বিএনপি গ্রহণ করে, সেটি তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে।” তিনি দাবি করেন, আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই।

কর্মসূচি

আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেল পাঁচটায় শাহবাগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে এনসিপি। পাশাপাশি সারাদেশের জেলা ও মহানগরে প্রতিবাদ কর্মসূচি পালনেরও সিদ্ধান্ত জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহুদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন, যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত ও আব্দুল্লাহ আল-আমিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

বকশীগঞ্জে নাবালিকা ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেফতার।

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: দায়ীদের শাস্তি দাবি এনসিপির

প্রকাশের সময় : ১০:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে হেনস্তা ও ডিম নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি। এ সময় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি করেছে এনসিপি।

মঙ্গলবার বিকেলে ঢাকার বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঘটনার প্রেক্ষাপট

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে সোমবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে যুক্তরাষ্ট্রে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর সফরসঙ্গী হিসেবে বিমানবন্দরে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। টার্মিনাল থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের স্থানীয় নেতা–কর্মীরা স্লোগান ও কটূক্তি শুরু করেন। একপর্যায়ে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হলে তা তাঁর গায়ে লাগে।

এনসিপির অভিযোগ ও দাবি

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নেতাকর্মীদের দেশ–বিদেশে হামলার টার্গেটে পরিণত করেছে। তিনি বলেন, সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের ভেতরের একটি অংশের মদদেই এসব ঘটনা ঘটছে।

এ সময় এনসিপি কয়েকটি দাবি উত্থাপন করে: আখতার হোসেনের ওপর হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নিউইয়র্কের কনসাল জেনারেলকে পদত্যাগ করতে হবে। নিরাপত্তা দিতে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ফ্যাসিবাদের সময়কালে নিয়োগপ্রাপ্ত আওয়ামী লীগের ঘনিষ্ঠদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অপসারণ করতে হবে। জুলাই গণহত্যা ও হামলাসহ আওয়ামী লীগের মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে।

রাজনৈতিক বার্তা

বিএনপির অবস্থান প্রসঙ্গে প্রশ্ন করা হলে নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি যদি বিএনপি গ্রহণ করে, সেটি তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে।” তিনি দাবি করেন, আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই।

কর্মসূচি

আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেল পাঁচটায় শাহবাগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে এনসিপি। পাশাপাশি সারাদেশের জেলা ও মহানগরে প্রতিবাদ কর্মসূচি পালনেরও সিদ্ধান্ত জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহুদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন, যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত ও আব্দুল্লাহ আল-আমিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।